এই জীবনের প্রতি প্রভাতে --

শুনেছি কাকলি ঘুম ভাঙ্গাতে||

শেষ কথা আজ চাহি জানাতে --

জন্মদিনে জন্মদিনে ভরেছে আনন্দে--

হৃদয়ের পাত্র খানি কতো না ছন্দে ||

কেটেছে সারা বেলা --

করেছি কতো না খেলা --

সয়েছি নীরবে কতো  অবহেলা --

আজিকে অবসরে ভাবি একেলা ||

জন্মদিনের  রং পাল্টায় --

জীবনের সাথে সাথে --

কখনও সবুজ -- কখনও হলুদ --

কখনও রঙ্গিন নিলীমাতে ||