ইচ্ছে ছিলো বৃষ্টি হয়ে ঝরবো তোমার গায় --
ইচ্ছে ছিলো দেখবো তোমায় আলতা-রাঙ্গা পায়ে ||
ইচ্ছে ছিলো নোতুন বছর বাঁধবো নোতুন সুরে --
ইচ্ছে ছিলো দু 'জন মিলে যাব চলে অনেক অনেক দূরে ||
ইচ্ছে ছিলো তোমায় নিয়ে ভাসবো মহা শূন্যে --
ইচ্ছে ছিলো হাসবো মোরা সকল পাপ-পূণ্যে ||
ইচ্ছে ছিলো গড়বো বাসর মহাসাগরের কূলে --
ইচ্ছে ছিলো দুজন মিলে বাইব তরী দুলে ||
ইচ্ছে ছিলো তোমায় দেব সবার সেরা হার--
ইচ্ছে ছিলো মুক্তা তুলে গাঁথবো মণিহার ||
ইচ্ছে ছিলো জ্যোত্স্না রাতে গাইব মোরা গান--
ইচ্ছে ছিলো সুর দিয়ে যে বাঁধবো দুটি প্রাণ ||