কতো না গৃহে প্রথম করেছি প্রবেশ --

          কতো না গৃহে প্রস্থান --

আকাশের নীচে খুঁজেছি কেবল-ই --

               শান্তির বাসস্থান||

করবী-কামিনী-রজনীগন্ধা --

ভরেছে আমার সকাল-সন্ধ্যা ||

আমার ভুবন ছেয়ে আছে আজ --

অবসরের যত সব কাজ ||

কতো বার ভাবি এই বুঝি শেষ--

এখান  থেকেই চির-বিদায়ের রেশ ||

           কে জানে কোথায়--

            কোন সাগরের কিনারায় --

            শুতে হবে শেষ শয্যায় --

-- চিরকালের মত বাসযোগ্য বাসস্থান ||