তুমি চলে গেলে 'কোভিডে' অকালে --
তুমি চলে গেলে কালকে সকালে ||
কলিন ! কলিন !
আমেরিকার ইতিহাসে তুমি অমলিন ||
দেশ কে করেছো সুরক্ষা --
প্রস্তুত ছিলে দিতে প্রাণ--
দেশকে বেসেছো ভালো--
তাই দিয়ে গেলে আজ "জান" ||
পাহাড়ের মত উচ্চ শির--
তুমি ছিলে যেন "কৃষ্ণাজ্ঞ পীড়" ||
তোমার কথা বলতে গেলে -- চোখেতে জল আসে, গলা-- ভেঙ্গে যায়--
তোমার মতো হীরের চাঁদ -- কোন সে দেশে জন্মায় ?
তোমার তুলনা শুধু "তুমি" ||
এদেশ তোমার নাই বা হ'ল জন্মভূমি ||
ভালবাসায় নেই কো কোন খেদ---
কাঁদিয়ে মোদের চলে গেলে -- "শেষ বিচ্ছেদ" ||