ছেলে বেলা কার ছোট্ট ছাদ --

ঘুচাতো কতো তর্ক-বিবাদ ||

যৌথ পরিবারের দেয়াল তোলা ছাদ --

কোনো দিন কি মিটিয়েছে মনের বিষাদ ?

বৃথাই শুধু আকাশ কে করেছে ভাগ --

ভাই-ভাই

ঠাই ঠাই

সম্পত্তির অংশ নিয়ে সজাগ ||

টবে তে কিছু ফুলের গাছ --

ফুটেছে করবী-- ফুটেছে গন্ধরাজ ||

হয়েছে মন্থর স্নিগ্ধ সমীরণ --

লোডশেডিংয়ে-এর রাতে বৃথা জাগরণ ||

সাক্ষী আছে কালী পুজোয় বাজী পোড়াবার ধুম --

সাক্ষী আছে গরম কালে খোলা ছাদের ঘুম ||

কতো দিন যে বিকেল বেলায় --

মেতেছি মোরা প্রেমের খেলায় ||

কতো বার যে শীল কুড়া তে --

গরম দিনে ঘাম জুড়াতে ||

এই ছাদের পরে -- অবসরে --

স্বপ্ন গুলো মনে  পড়ে ||

আপন মনে বিকেল বেলা -- একলা ছাদে পায়চারী --

সূর্য ডোবার রাঙ্গা বেলা --

আকাশ জুড়ে রঙ্গের মেলা --

স্বপ্ন কতো ছড়িয়ে দিলাম সন্ধ্যা বেলা --

একলা মন যে অহঙ্কারী ||

এক ফালি ছাদ -- অনন্ত আকাশ --

কতো যে প্রমাদ -- কতো অবকাশ ||