এখন আর প্রেমের চিঠি লিখি না --

এখন আর প্রেমের কবিতা আসে না--

জীবন যেন মস্ত বড় মরুভূমি ||

এখন আর সকালে ভোরের আলো ফোটে না--

এখন আর আমার আকাশে চাঁদ ওঠে না --

জীবনে নেই সেই ভাব "শুধু তুমি" ||

এখন আর গানের সুর মনে বাজে না --

এখন আর বসন্ত রঙ্গিন সাজে সাজে না --

জীবন একটা  ঝরঝরে ঝুমঝুমি ||

এখন আর হাসিতে আনন্দ ঝরে  না --

এখন আর সুখ স্মৃতি মনে পড়ে না--

জীবন একটা রক্তাক্ত রঙ্গভূমি ||

এখন আর  চোখের জলে মন কাঁদে  না --

এখন আর বুকের ব্যথা সুর সাধে না --

জীবন এখন নিরালায়  নির্ঝুম-ই ||

তবু বেঁচে আছি পথ চেয়ে --

যদি আসে সেই মেয়ে --

জীবন এখনও ভালোবাসায় আছে ছেয়ে ||