একদিন!
দিন মণি যবে অস্তাচলে--
আমিও যাব চলে --
শেষ নমস্কারে ||
গোধূলির কনে দেখা আলো --
সারা জীবন লাগলো ভালো--
জুড়াক এ চোখ শেষ বারে ||
যখন নামিবে সন্ধ্যা সাসকুহানার ধারে --
তখন আমি ভার শূন্য- পর পারে||
ভেসে চলেছি আলোতে -আঁধারে --
এক জীবনের স্মৃতির ভারে --
মহা শূন্যে আমি একা একেবারে||