এই তো জীবন
জীবন তো ভালো লাগার জায়গা নয়--
জীবন তো শুধু-ই বেচে থাকার জন্য নয়||
জীবন তো নিজেকে উজাড় করে বিলিয়ে দেওয়া--
জীবন তো ভালবেসে কাছে টেনে নেওয়া||
জীবন তো এক মস্ত-পথ একলা চলা--
জীবন তো আপন মনে কিছু কথা বলা ||
জীবন তো মধ্যরাতে আকাশের তারা গোণা--
জীবন তো ভোরের বেলা ভক্তি-স্তব শোনা ||
জীবন তো শুধু স্বপ্নের সাথে দ্বন্দ্ব-যুদ্ধ--
জীবন তো এখনও যেন কারারুদ্ধ||
জীবন তো এক পরম উপলব্ধি --
জীবন তো শুধু নির্বিকল্প সমাধি||
এই তো জীবন-এই সব-- কঠিন বাস্তব||
শেষের সেদিন ভয়ংকর!
তবুও নেই কোনো ভয়-ডর||