এই সব রাত আমার-- শুধু-ই জেগে থাকার |
এই সব রাত আমার --শুধু-ই তোমার কথা ভাবার ||
এই সব রাত আমার-- কেবল একান্তে উপাসনার |
এই সব রাত আমার -- কভু ফুরায় না তো আর ||
এই সব রাত আমার -- নিবাত নিঝুম অন্ধকার ||
এই সব রাত আমার -- পাওয়া- না- পাওয়ার হিসেব করার |
এই সব রাত আমার -- তারায় তারায় চমত্ত্তকার ||
এই সব রাত আমার -- নিঃশব্দের শব্দ শোনার |
এই সব রাত আমার -- ক্লান্ত অবকাশের অলংকার ||
এই সব রাত আমার -- মৌন মনের অহংকার |
এই সব রাত আমার -- শুধু-ই তোমায় ভালোবাসার |
এই সব রাত আমার -- শুধু-ই প্রাণ খুলে হাসার ||