শেষ কথা যাব বলে ||
যাব না চলে --
চোখের জলে --
যাব চলে --
হাসিতে হাসিতে ||
ব্যথা দিতে --
আসি নি--তো--
এসেছিলাম ভালোবাসিতে ||
বছরের পর বছর গেছে--
কতো না ফুল-- ফুটে ঝরে গেছে --
পারি নি তো কাছে আসিতে ||
এ মনের কোনে কোনে --
বেজেছে সুর ক্ষণে ক্ষণে --
মোহন বাঁশিতে ||