যখন তুমি জল ভরা চোখে --
রঙ্গিন রুমাল বার করো --
যখন দেখি আড়াল থেকে --
সব কাজেতেই দ্বিধা করো --
যখন জানি তোমার মনে --
ব্যাথার পাষাণ চাপানো --
অসহ্য লাগে বাবা হয়ে যে --
মেয়ের দিকে তাকানো ||
ভেবে ছিলাম সুখে রবে --
তোমার নিজের সংসার হবে --
হাসিমুখে যাবে আসবে--
আনন্দে তে প্রাণ ভরবে--
কোথায় গেল স্বপ্ন আমার --
সব কিছু আজ ভেঙ্গে চুর মার ||
কোথায় যে এক গলদ ছিল--
এমন অভিশাপ কে যে দিল ||