যখন তুমি যাবে চলে----
আকাশ হবে রঙ্গীন ---
চাইবো আমি সজল চোখে---
সম্পূর্ণ উদাসীন||
জানি তো আছে মৃত্যু---
জানি তো আসবে দুঃখ--
জীবন ভরই সাধনা মোর---
এখন বড়ই সুক্ষ||
কেটেছে প্রহর একলা ঘরে---
এখন আমার অবসরে---
একটি কথাই মনে পড়ে---
কতো কি করেছি আমি--
শুধু-ই ভুল করে||