আমার চোখের সামনে দেখেছি --

                সাগরের লোনা জল --

আমার চোখের সামনে দেখেছি --

              কচিকাঁচা দের দল ||

ঢেউ-এর পরে উঠেছে ঢেউ --

                  মিলিয়ে গিয়েছে জলে --

কচিকাঁচা রাও সময়ের স্রোতে--

                 লায়েক হয়েছে বলে--

আমার চোখের সামনে দেখেছি--

             তাহাদের বিবাহের আয়োজন --

আমার চোখের সামনে  দেখেছি --

         তাহাদের সন্তান- সন্ততি প্রিয় জন ||

আমার চোখের সামনে দেখেছি --

                    অকালে কিছু বিদায় --

আমার চোখের সামনে দেখেছি --

          মৃত্যু-- মহামারী আর বন্যায় ||