মাঘের এই মৌন রাতে --

   সহসা কে এলে গো ঘুম ভাঙ্গাতে ?

আমার  এই বিজন ঘরে --

  এলে তুমি কেমন করে ?

আগল আমার ছিল বুঝি খোলা ?

পাগল হাওয়ায় আজ দিচ্ছে দোলা --

চলছে তরী পাল তো তোলা ||

খেপেছে আজ আপন ভোলা ||

এলেই যদি "বসো না হয়" --

               মাতাল হাওয়ায়!

যেতে হবে বুঝি তোমায় --

ছাড়তে আমার মন  "না চায়"--

তবুও তো যেতেই হয় - হায়!

এ ঘাটে চুকেছে বেচা-কেনা-- চলো যাই অন্য ঘাটে --

এখনও তো আড়ত-ভরা-- যেতেই হবে অন্য হাটে ||

মিছিমিছি করোনা-কো সময়ের অপচয় !

যাবে চলে হাসি মুখে-- কিসের যে ভয় !