আজি বরিষণ ক্লান্ত এ রাতে --
নিদ নাহি আঁখি পাতে ||
যুগল প্রেমের বন্যা --
ওগো! তুমি অমরাবতীর কন্যা ||
আকাশ - বাতাস উঠিয়াছে ভরি --
তাই মনে প্রাণে তারে বন্দনা করি --
তাই জাগরণে যায় বিভাবরী --
আজ ভালোবাসা-বাসি তোমাতে-আমাতে ||
যা কিছু হয়েছে আর যাহা কিছু বাকি --
প্রাণের পিয়ালা মর ভরে দাও সাকী --
খেলা শেষে শুধু তোমার ও হাত -- রেখো গো মোর হাতে ||