যখন ফুটবে আলো -- দেখবে চেয়ে--
আকাশ আছে -- আলোয় ছেয়ে --
আমি তখন অনেক দূরে --
গ্রহ-তারকার অসীম পুরে --
নির্বাক -- নিশ্চুপ ||
হয়ে তো তখন পড়বে মনে --
আসবে গো জল চোখের কোণে --
জ্বালবে তোমার --
বিদায় ব্যথার --
গন্ধ বিধুর ধুপ ||
যোজন আলোক বর্ষ দূরে --
ভুলে যাওয়া গানের সুরে --
আড়াল থেকে দেখবো আমি --
হোক না তা মোর পাগলামি --
তোমার ব্যথার রূপ ||