বিবাহ ! সে যে বহু দিন হ'ল !
থরে থরে কুসুমে কুসুমে সাজানো ফুলশয্যার রাত --
সেই জ্যোছনা-প্লাবিত রাখী পূর্ণিমা-রাত ||
প্রথম ধরেছি সেই হাত ||
----- পাণিগ্রহণ ||
আজ একা---
জানালায় বসে আছি নাহি দেখা ||
এই বিজনে --নিভৃত বাতায়নে --
কেবলই পড়ে মনে --
কতো না সুখ স্মৃতি ঘুমে জাগরণে ||
কতো যে আচার -- "সপ্তপদী"-- সাত পাকে বাধা "--
"কড়ি খেলা"-- "কুশণ্ডিকা" -- বিবাহ বন্ধনে বাধা ||
নেই আজ অনুরাধা ||
ছেড়ে দিতে হয় -- শুনেছি নিশ্চয়--
কিন্তু "একাকীত্ব"-- অসহ্য নিঃসংশয় --
ছবিতে - আমাতে মালা বিনিময় --
"গোড়ের মালা" কেঁদে কয় --
"আর নয়!" "আর নয়!"
জগত যন্ত্রণাময় ||