"ভালোবাসা" মানে কি -- প্রেমিকার সর্বনাশ ?

"ভালোবাসা" মানে কি--প্রেমিকের দীর্ঘ শ্বাস ?

ভালোবাসা কাছে ডাকে--

ভালোবাসা দূরে রাখে--

ভালোবাসা ভরে দেয় ভোরের আকাশ ||

ভালোবাসা ভাসায় চোখের জলে--

ভালোবাসা হাসায় হৃদয় তলে --

ভালোবাসা ঘোচায় জীবনের অবিশ্বাস ||

ভালোবাসা মনে আনে সুখ স্মৃতি --

ভালোবাসা বয়ে বেড়ায় আন্তরিক প্রীতি --

ভালোবাসা জোগায়  বাঁচার আশ্বাস ||

ভালোবাসা মুছে দেয় সব ভেদাভেদ --

ভালোবাসা ধুয়ে দেয় জীবনের খেদ --

ভালোবাসা খুঁজে যায় অনন্ত  অবকাশ ||

ভালোবাসা সব কিছু করতে পারে --

ভালোবাসা অন্ধ জনে আলো দিতে পারে --

ভালোবাসা ই ঈশ্বরে বিশ্বাস ||

ভালোবাসা ভক্তের উপাসনা--

ভালোবাসা মনের বাসনা --

ভালোবাসা জীবনের নির্যাস ||

ভালোবাসা অহৈতুক --

ভালোবাসা-ই যৌতুক--

ভালোবাসা মনের এক অভ্যাস ||