নূতন ব্ত্সর--
এলে আজ মোর দ্বারে--
নিশীথ অন্ধকারে ||
চুপিচুপি এই আসা-যাওয়া--
নূতন আশায় -- আবার নূতন চাওয়া--
নূতন করে সব কিছু মেনে নেওয়া --
বছরে বছরে বারে বারে ||
আমি পুরাতন-- আমি প্রাচীন --
আজিকে আমি যে সম্পূর্ণ স্বাধীন --
বুঝে ছি মনে মনে এ তো অর্থহীন --
বৃথা অহংকারে ||
কতোবার গেছি দূরে --
বেধেছি এ বীণা নূতন সুরে--
প্রবঞ্চনায় উঠেছে পুরে --
আমার মনোভারে ||