যখন করেছো ঘৃণা --
সে তো নিজেকেই--
যখন বেসেছ ভালো--
সে তো নিজেকেই ||
যখন ভেবেছো মনে--
যা কিছু ঘটেছে জীবনে--
সব নিজের ইচ্ছায়--
শুধু জেনে রাখ--
আর মনে রাখ--
সকল ই তার ইচ্ছায় ||
যিনি-ই শিব তিনি কেশব--
হায়! কবে যে শিখবে এসব ||
দারিদ্র-দুঃখ যিনি করেছেন দহন--
সমগ্র-জগতের হিত তাহারই সাধন ||
###RISHI SHRI AUROBINDO'S POEM "THE ONE SELF" IS TRANSLATED LITERALLY HERE!