অসহ্য লাগে নিঝুম রাতে --
চাপা কান্না শুনতে--
অসহ্য লাগে ঘুম হারা রাতে --
আকাশের তারা গুণতে||
অসহ্য লাগে দিনের পর দিন--
একা একা এই বাঁচতে--
অসহ্য লাগে আশা-নিরাশায়--
দিবানিশি এই নাচতে||
অসহ্য লাগে মুখ বুজে এই--
অন্যায় সব সইতে --
অসহ্য লাগে এতো ভার শুধু --
চোখের জলে বইতে ||
জীবনের কতো সাধ-ই তো রয়ে গেল বাকি--
সারাটি জীবন গেল কেটে -- জমেছে শুধুই ফাঁকি||
সাধ যা ছিল রইলো সবই অপূর্ণ--
শ্রদ্ধা, হাসি ভালোবাসায় জীবন পরিপূর্ণ ||