আমি যাব চলে অনেক দূরে --
গ্রহ তারকার অসীম পুরে --
মহা শূন্যে ধাবমান উল্কার কক্ষ পথে --
যাব চড়ে "আলোক রথে " ||
দেখবো তোমায় দূরের থেকে --
দেখবো তোমায় এই পৃথিবীর বাহির থেকে ||
দেখবো তোমায় সূর্য কিরণে --
দেখবো তোমায় চ্ন্ম্দ্র গ্রহণে ||
থাকবো তখন অন্য গ্রহে-- অন্য রকম করে --
যোগাযোগ তো ছিন্ন হবে আলোক বর্ষ পরে ||
তোমার স্মৃতি - তোমার গীতি --
প্রাণ ভরানো তোমার প্রীতি --
পড়বে মনে যখন --
আকাশ আমায় --আদর করে --
বুকের মাঝে -- জাপটে ধরে--
করবে আলিঙ্গন ||