আমি চেয়ে চেয়ে দেখি সারাদিন --
শুধু তোমার মুখের পানে --
কোন দোষ, কোন ত্রুটি --
বিধাতা রাখেনই কোন খানে ||
ওগো শতরূপা !
রঙ্গিন তোমার খোঁপা ||
কতো না আহ্লাদে - আদরে--
ভরেছে তোমার ভুবন - অন্দরে - সদরে ||
দিনে দিনে বারে বারে --
লাবণ্যের জোয়ারে --
পরিপূর্ণ তনু মন একেবারে||
হাসিতে পড়েছে ঝরে --
আনন্দ থরে - বিথরে ||
সুরের মূর্ছনা কণ্ঠ ভরে ||
কতো শত মন --
হয়েছে উন্মন --
মাগি মুহূর্তের দর্শন ||