আনন্দ কি আছে প্রাণে ?

আনন্দ কি নাচে গানে ?

আনন্দ যে  ছড়িয়ে আছে --

         সবখানে, সবখানে, সবখানে ||

আনন্দ যে আলোয় ভরা --

আনন্দ যে হৃদয় হরা --

আনন্দ যে আপন করা --

         আনমনে, আনমনে, আনমনে ||

আনন্দ শুধু ছুঁয়ে যাওয়ায় --

আনন্দ শুধু বুকে পাওয়ায় --

আনন্দ শুধু চোখে চাওয়ায় --

         অনুরাগে, অনুরাগে, অনুরাগে ||

আনন্দ তো ভালোবাসা --

আনন্দ তো স্রোতে ভাসা --

আনন্দ তো কেঁদে হাসা --

            সংসারে, সংসারে, সংসারে ||