যত দিন রবে তব ষড়ৈশ্বর্য-র টান --
হবে না কখনো তোমার পারমার্থিক জ্ঞান ||
চাহিবে আকাশে -- খুঁজিবে চারিপাশে --
জীবন যাবে কেটে -- সাফল্যের আশে ||
সফলতা -- বিফলতা --
সবই মানবিক কল্প লতা ||
বাসিবে ভালো যা'রে --
বিচার করো না তারে --
সময় পাবে না তুমি ভালোবাসার --
বুকে ধরে আপন করে --
রেখ বেধে বাহুডোরে --
সময় পাবে না কিছু আনন্দে হাসার ||
নিঃশ্বাস-প্রশ্বাসে কেউ মাপে না জীবন --
মুগ্ধ চোখে চেয়ে দেখ ঢেউ র পতন ||
সাগরের কূলে আছি বসে --
বোঝা সব যাবে খসে --
ভরা থাক মধুর রসে --
সার্থক জীবন ||