তুমি তো গেলে চলে অকালে--

ভাসালে আঁখি জলে আজ সকালে ||

কেন যে এভাবে যেতে হ'ল অপঘাতে --

জানিনা কি ছিল বিধাতার হাতে ||

আসে নোতুন বছর -- নোতুন আশা নিয়ে--

মন বাঁধে লোক-- নোতুন উদ্দীপনা দিয়ে ||

ভাগ্যের নিঠুর পরিহাস --

নির্মম দেবতার গ্রাস--

মন-টা বড়ো-ই উদাস --

     আজ তোমার শেষ যাত্রা!

কতো না মানুষ  জন--

দেখেছে বিদায়ের ক্ষণ --

কেঁদেছে  সারা ক্ষণ--

ছাড়িয়ে গেছে আজ সহ্যের মাত্রা ||