আমাডু ডিয়ালো-
বয়স যখন ষোলো-
কেন অপঘাতে মৃত্যু হলো ?
সুদূর আফ্রিকার কৃষ্ণাংগ তরুণ--
বুক ভরা স্বপ্ন, দৃষ্টি টা করুণ ||
সুখের আশা নিয়ে--
কতো ভালোবাসা দিয়ে--
দেশের মায়া কাটিয়ে--
নতুন করে বাঁচতে এসে ছিলে --
পিতার আর্তনাদ--
মাতার আশীর্বাদ --
সহোদরের প্রতিবাদ--
উপেক্ষা করে "Statue অফ লিবার্টি র"-দেশে পৌঁছেছিলে ||
রাতের অন্ধকারে--
অগণিত বুলেটের চিত্কারে --
লুটিয়ে পড়লে পথের ধারে --
কৃষ্ণাঙ্গের শেষ নমস্কারে ||
তোমার তরুণ তাজা তনু তে তেত্রিশ টা বুলেট !
চোখের জল আর বুকের রক্তে--
শ্বেতাঙ্গের দেশের মাটি সিক্ত --
আজ তোমার অন্ত্যেষ্টি --
আমার হৃদয় কুসুম দিয়ে --
তোমার শেষ শয্যা সাজিয়েছি--
তুমি ছিলে অন্ধের যষ্টি ||
যাহারা তোমার প্রাণ নিল যে কেড়ে --
বিচারের প্রহসনে তারা আজ সবাই "নির্দোষ"!
তোমার গায়ের রং কালো- তাই তোমার জন্মানো ই দোষ ||
চার শ্বেতাঙ্গের তেত্রিশ টা গুলিতে--
ষোলো বছরের ছেলে লুটায় ধুলিতে ||
তবুও তোমরা সভ্য, বিশ্বের "উন্নত দেশ"--
কোনো খানে যার লজ্জার নাইকো লেশ ||
ছিনিয়ে নিলে যে মৃত্যু হীন প্রাণ --
আগামী পৃথিবী তাঁহারে জানাবে সম্মান ||
প্রতিবাদের নেই কোনো ভাষা--
ঈশ্বরে বিশ্বাস রেখ- বিচারের কোরো না প্রত্যাশা ||