পুজো তো  আমি চাইনি  কোনদিন --

অধ্যাপনা-র অর্থে যেন শুধি সব ঋণ --

বই-র মাঝে, গবেষণার কাজে কাটাবো সারাদিন --

এই তো আমার আশা ছিল চিরদিন ||

কে বলে "রাজা স্বদেশে পুজ্যতে --

             'বিদ্বান' সর্বত্র পুজ্যতে?"

জীবনে অনেক শিখেছি--

           দেখেছি করে অনেক হুজ্জতে ||

আজ তো এবার সময় হ'ল যাবার--

অভিমান আর অহংকারে বিদায় নেবার--

যদি কোনদিন অধ্যাপনায় আসি আবার --

তোমাদের মুখ গুলো সব যেন মনে থাকে আমার ||

আজিকে দিনান্তে এই অলস অবসরে--

তোমাদের  হাসি-কান্নার কথা মনে পড়ে --

তোমাদের  চোখে দেখেছি আনন্দ ঝরে পড়ে --

তোমাদের মুখ রেখেছে আমার স্মৃতি ভরে ||