"অভাব" সত্যিই কি পাল্টায় -- মানুষের "স্বভাব"?
কত ভাবি কিসের অভাব!
অর্থ ? খাদ্য ? বাসস্থান ?
প্রেম ? সন্তান ? পরিধান ?
মনে হয় যেন মন গড়া এই সব অভাব ||
দু'হাতে নিয়েছি ভরে --
কতো না যতন করে --
আমার এ সোনার রেকাব ||
পারি না বুঝিতে আজ কেন কিছু --
নিরুত্তরে যাই শুনে -- মাথা করে নীচু --
লক্ষ করি শুধু হাব ভাব ||
আকাশ দিয়েছে ভ'রে --
পাখির কণ্ঠ স্বরে --
জীবনের সব অভাব ||
পৃথিবীতে অভাব শুধু "সুস্থ মানসিকতার" !
পৃথিবীতে অভাব শুধু " সুস্থ মানবিকতার" ||