আবার যদি আসি ফিরে কোনদিন --
ফিরিয়ে দিও শুধু আমার জন্ম দিন||
আবার যদি চিনতে পার মোরে --
ফুল ফোটানো বৃষ্টি-ভেজা-ভোরে --
আধ - অন্ধকারে --
জানালার ধারে --
আষাঢ়ের অম্বুবাচীর প্রথম মেঘে --
শুধু তোমার বুকের কাছে নিও গো ডেকে ||
আবার যদি রথের মেলার প্রাঙ্গণে--
হয় গো দেখা--
একা একা --
তোমার- আমার--
মুগ্ধ চোখের --
আন্তরিক সে আলিঙ্গনে --
স্থান দিও গো--
মান দিও গো --
মৌন তোমার মুগ্ধ মনের অঙ্গনে ||
আবার যদি আসি কাছাকাছি --
উদাসী হাওয়ায় --
গোধুলি বেলায় --
দু 'জনে উঠি গো মাতি--
প্রেমের খেলায় --
অলস বেলায় --
শুধু মনে রেখ --
তবু মনে রেখ --
আমি তো তোমারই আছি ||