"প্রিয়"-- "প্রিয়তমা"
করিও ক্ষমা ||
ওগো! মনোরমা --
হয়েছে জমা ||
শুধুই দীর্ঘশ্বাস--
অগাধ বিশ্বাস ||
রাতের অন্ধকার---
মনের রুদ্ধদ্বার ||
কথা দাও --
রইবে কাছে!
ভুলনা পাছে --
মনে আছে ||
বরিষণ মুখরিত --
আগল অবারিত ||
বিচ্ছেদের বেদনা --
পারলৌকিক চেতনা ||
পরম নির্বাণ --
প্রেম মহান ||