আজ সারারাত শুধু মন খুলে
তোমার সাথে কথা কব--
আজ আমি শুধুই তোমার হব ||
নিত্য দিন যা ঘটে--
কতো কী যে রটে--
কতো যে অনাবিল আনন্দ নিত্য নব নব ||
আজ সারারাত দেখবো দু'জনে--
কোজাগরী পূর্ণিমার চাঁদ--
মনে তে জাগে যে সাধ--
ঘোচাবো এ জীবনের সব অবসাদ--
এ ভালোবাসা অত্যন্ত অভিনব ||
আজ সারারাত গাহিব গান-- বাজাবো গীটার খানি--
যে কথা আজি ও হয়নি বলা-- সুরেতে বাজাবো জানি ||
আজ সারারাত খেলিব দু'জনে জীবনের শেষ খেলা--
একেলা এসেছি বলেই ভেবো না যাব চলে একেলা ||
শুধু রেখে যাব মোরা এ ধরনীতে "প্রেম-সৌরভ" ||