পঞ্চান্ন বছর আগে--
এমনি প্রভাতী রাগে--
কতো না স্বপ্ন জাগে--
নূতন জীবনের||
জীবন এসেছে ফেলে--
কতো না মাধুরী ঢেলে--
সকাল-সন্ধ্যা হেসে খেলে--
সুস্মৃতি সেই নিষ্ক্রমণের||
আজিকে অর্ধশত বর্ষ পরে---
কেন যে মনে পড়ে--
সেদিনের সেই মেঘের খেলা--
আমার অবসরের অলস বেলা--
এ জীবন যেন স্বপনের||
করেছি কতোই সাধনা--
কতো অযোগ্যের আরাধনা--
সহে ছি হৃদয়-বেদনা--
প্রবাসের বিফল ক্রন্দনের||
এই অমোঘ নির্বাসনের||