কত ফুল কলিতেই পঁচে গেল,
কত কলি শুরুতেই ঝরে গেল,
কেউ জানলো না ।
কত ভ্রমর মধু না পেয়ে ফিরে গেল,
কত মধু ফুলের গায়ে রয়ে গেল,
কেউ জানলো না ।
কত পাখি তার ঠিকানা হারালো,
কত ঠিকানায় যাযাবর ঘুরে বেড়ালো,
কেউ জানলো না ।
কত স্বপ্ন রাতের কালোয় মিশে গেল,
কত রাত ঘুমহীন কেটে গেল,
কেউ জানলো না ।
কত আশা হতাশায় গড়ালো,
কত হতাশা পাগলের রূপ নিল,
কেউ জানলো না ।
কত প্রেম বন্ধুত্ব হয়ে রইলো,
কত বন্ধুত্ব একাকীত্বে ঠাঁই পেল,
কেউ জানলো না ।
কত জন ভালোবেসে দিশা হারালো,
কত ভালোবাসা পথের ধুলোয় মিশে গেল,
কেউ জানলো না ।
কত আমি কবিতায় বন্দি হলো,
কত কবিতা ছন্দ হারালো,
কেউ জানলো না ।
আজও কেউ জানলো না,
কেউ জানবেও না ॥