কবিতাটি ২০২০ সালে প্রথম প্রকাশিত হয়েছিলো। এখানে করোনা (কোভিড-১৯) মহামারীর সময় বাংলাদেশের দরিদ্র মানুষের জীবনের উপর আলোকপাত করা হয়েছে।



কাঙ্গাল কহে,
"মহামারীতে মরার আগে
মরবো মোরা ভাতে।
ক্ষুদার জ্বালা সইতে না পেরে
এসেছি আজ পথে!"
বাবু কহেন,
"ভাত নেই তো কি হয়েছে?
স্যাটেলাইট তো আছে।
তোদের জন্যই করেছি এটা
থাকবি না আর পিছে।"
কাঙ্গাল আবার কহে,
"স্যাটেলাইট তো বুঝিনা বাপু!
তাহাতে কি-ই বা করে?
ভাতের চেয়ে স্যাটেলাইট খেয়ে
পেট কি বেশি ভরে?"
বাবু মশাই এবার কহেন,
"ওরে মূর্খের জাত!
উন্নয়ন বাদ দিয়ে
বুঝিস শুধুই ভাত।"
অবাক হয়ে কহে কাঙ্গাল,
"উন্নয়ন হলো কই!
বউ-বাচ্চা নিয়ে আজও
উপুস-ই তো রই।
সাবমেরিন আর টানেল হলো!
আমার কি লাভ তা-তে?
স্বাধীন দেশে বাস করেও
মরছি আজও ভাতে।"
বাবু এবার বুঝতে পেরে
কহেন, "শোনরে বেটা,
পদ্মাসেতু খেয়ে নিস তুই
দিসনে তবু খোটা।"