মির্জা গালিব নই আমি, নই তো নজরুল।
তারপরও ছন্দে'ই লিখছি নিজের করা ভুল।
হ্যাঁ, ভুল করেই চেয়ে বসেছি
শতাব্দী জুড়ে একবার ফোটা সেই ফুল।



রুবাইয়াৎ-ই-সালেক