এতোই যদি সমুদ্র পেয়ারী,
তবে ঘৃণ্য কেনো সমুদ্রচারী?
নিরসন পাবো না জানি।
তবুও তাহা খোঁজে মরি।



রুবাইয়াৎ-ই-সালেক