প্রিয়তমা! সে তো চাঁদের আলো,
আমিই তার নিকষ কালো।
সালেকের শত-অজস্র রাত
তারে ভেবেই কেটে গেলো...



রুবাইয়াৎ-ই-সালেক