বাতাসে বইছে বসন্তের ঘ্রাণ,
স্মৃতিগুলো সব হয়েছে ম্লান।
শখের মানুষ নিঠুর এতোই,
আমায় ভুলিয়া সুখ-ই পান।



রুবাইয়াৎ-ই-সালেক