ওরা স্বার্থের শৃঙ্খলে স্রষ্টাকে বেঁধে রাখে,
অনুভূতি বেচে খায় ভাত।
শান্তির জাত ভাই নিজেদের দাবি করে,
মানুষের খুনে রাঙা হাত।
ওরা লুকাতে লোভের পাপ
ধর্মকে ঢাল করে,
মানুষে-মানুষে বাড়ে দ্বেষ।
ভালবাসা মুছে যায়, খুন ঝরে হিংসায়,
পশুতে-পশুতে ভরে দেশ।
ওরা মানুষকে ভাগ করে
রাম -সাম -যদু -মধু,
ভাগে- ভাগে বাঁধে সংঘাত।
মানুষে মানুষ মারে দেশে-দেশে ঘরে -ঘরে,
যদি লাগে স্বার্থে আঘাত।
ওরা নর্দমা থেকে ওঠা নরকের শুক কিট,
ঘৃণা আর হিংসা ছড়ায়।
মানুষের মন্দিরে ভালো সেজে বসে থাকে,
বসে-বসে রক্ত ঝরায়।
আমরা মস্ত বোকা সব বুঝে খাই ধোঁকা,
এর কোনো শেষ বুঝি নাই!
এত যে মরছি লাখে স্বার্থের সংঘাতে,
আর কত খুন বলো চাই?