যদি পারো ক্ষমা করো,
ক্ষয়ে গেছে কথকের মন।
কি চাই বোঝেনা নিজে,
কি চাও বুঝবে কেমন?
এ ক্ষন খুনির মতো,
প্রতি শ্বাসে কেড়ে নেয় প্রান।
তুমি কি বুঝবে বল,
কেনো পাই শ্মশানের ঘ্রাণ?
জাগতিক জোয়ারে ভেসে যাই সায়রে।
হারিয়ে যাবার শুধু ভয়।
তুমি কি বুঝবে বল,
টিকে থাকা মানে বাঁচা নয়।
যদি পারো ক্ষমা করো,
কিছু নেই কথকের আজ।
সবই যে শূন্য শুধু,
বুক জুড়ে নীল কারুকাজ।