নষ্ট নক্ষত্রের মত হারিয়ে যাই রোজ,
সময়ের ব্লাকহোলে।
পুড়ে যায় জীবনের স্বাদ,
অদৃশ্য অনলে জ্বলে।
এই জীবন, তবুও হার মানে না।
ফিরে আসে শ্রাবণ ঝরানো সন্ধ্যায়।
জোনাকির বেশে,জ্বলে আর নেভে।
এক যায়,আসে কোটি তাই।
সসীম বেদনা ফিরে আসে,
অসীম সুখ হয়ে।
যেমন গ্রীষ্মের দিন শেষে-
বর্ষা আসে, এক আকাশ জল নিয়ে।