তুমি গলে যাওয়া বিকেলের রোদ।
ঘুরে ঘুরে হয়রান বরষার মেঘে,
হঠাৎ বৃষ্টি নিষ্ঠুর বেগে।
মৌসুমি নদীটার যৌবনা স্রোত।
তুমি ভাত ঘুম, অলস দুপুর।
বাঁধাহীন বাতাসের বৈশাখি ঝড়ে,
চলে আসো হুট-হাট হৃদয়ের দ্বারে।
বেজে যাও অবিরাম, যেমন নূপুর।
তুমি ঝরে পড়া ভোরের বকুল।
রাত জাগা পাখিটার সকালের ঘুমে,
বুক ভরা স্বপ্ন, চোখে যাও চুমে।
বেঁচে আছি এই সুখ, অসীম- অতুল।