এক ভীষণ অন্ধকার তাড়া করে ফেরে,
পাতালপুরির দিকে মিশে যায় সব পথ।
নিজেকে লুকিয়ে রাখার আড়াল খুঁজি।
চারিদিকে হাজারো প্রশ্ন ঘোরে,
উত্তর জানা নেই আমার।
এখন সময় পালাবার, সব ছেড়ে
পরাজিত সিরাজের পথে।
জানি, পাতালপুরি ডেকে নেবে আমায়।
মৃত মানুষের শরীরের মত,
আঁধারের কোলে ঘুমাবো এবার।