প্রতারনার জাল বুনেছি,
এই পৃথিবীর বুক জুড়ে।
একাই আমি বাঁচবো তাতে,
যাকনা সবাই যাক মরে।
নদীর কাছে জল পেয়েছি,
বিষ দিয়েছি দাম।
বৃক্ষ আমায় জীবন দিয়ে,
মরছে অবিরাম।
মাটির কাছর পাচ্ছি ফসল,
দিচ্ছি সার আর কিটনাশক।
পাখি আমায় গান শুনিয়ে
নিত্য করে পুত্র শোক।
সাগর থেকে রত্ন নিয়ে,
দিচ্ছি শুধু পলিমার।
পাহাড় আমার চোখ জুড়িয়ে,
ডাকছে কাছে মরন তার।
মানুষ হয়ে মারছি মানুষ,
লুটছি লোকের মাথার ঘাম।
সুন্দর বনের শ্রাদ্ধ করে,
রাখছি কুরিয়ারের নাম।
দেশটা খেয়ে পেটটা ভরে,
তুলছি ঢেকুর ইউরোপে।
রহিমুদ্দির দশটা বাড়ি,
মরছি শালা সেই শোকে।