ভেজা বৈশাখে ডুবে গেছে,
হাওরের সুখ
কালো মেঘে ঢেকে গেছে,
সব হাসি মুখ।
স্বপ্ন যা বোনা ছিলো,
জলের তলায়।
অনাচারে মরে গেছে,
ওঠেনি গোলায়।
প্রকৃতি শাস্তি দেয়,
মানুষের পাপে।
রিক্ত কৃষক কাঁদে,
ফসলের শোকে।
কে আছো বন্ধ করো,
সব অনাচার।
লোভের আগুনে পোড়ে,
জননী আমার।