ফিরে আসে বৈশাখ,
মাতাতে এ ধরনী।
রৌদ্দুরে উত্তাপে-
কাটে দিন -রজনী।
মাঠ-ঘাট ফেটে যায়,
বৃষ্টিও পড়ে না।
আসে কাল-বৈশাখী,
ভয়ে প্রাণ বাঁচে না।
পানি পানি করে মরে,
অসহায় প্রাণীরা।
মেঘ দে -পানি দে,
গান গায় চাষীরা।
তবুও এই বৈশাখ,
উৎসবে ভরপুর।
রঙে-ঢঙে কেটে যায়,
সব মেঘ -রৌদ্দুর।
বৈশাখী মেলা বসে,
গ্রামে আর শহরে।
নাগরদোলা-বায়োস্কোপ,
আহা! কি যে মজারে।
চুড়ি -মালা, রঙিন ফিতা,
লাঠি-খেলা, পুতুল নাচ।
ছোট্ট শিশু বাবার কাঁধে,
রাই কিশোরির রঙিন সাঁজ।
ঢাকাই শাড়ি, ঘোড়ার গাড়ি,
আল্পনাময় রাজপথে।
মহাসুখে বেড়ায় ঘুরে,
সবাই মিলে একসাথে।
রমনার গান আর,
হালখাতা- মিষ্টি।
মঙ্গল যাত্রায়-
চাই সমৃদ্ধি।
ফিরে আসে বৈশাখ,
ধরনীকে রাঙাতে।
পুরোনো কে ধুয়ে মুছে,
নবরূপে সাজাতে।