এখানেই লুকোনো আমার গভীর থেকে গভিরতম রহস্য
বৃক্ষের শেকর থেকে শেকরে,কুঁড়ির প্রতিটি ভাঁজে,
আসমানের পরোতে পরোতে...সীমানারও ওপাশে,
মৃত্তিকার প্রতিটি কনা, সবাখানেই ছড়ানো যেন
জীবনের মাঝে অন্য কোন জীবন।
যা ছড়িয়ে যায় সকল উচ্চতাকে,
হার মানিয়ে উদ্ভট কল্পনাকে।
হয়ত এভাবেই মহাশূন্য
তারকারাজি সাজিয়ে রাখে থরে বিথরে,
আর এভাবেই তোমার হৃদয় লুকোনো আমার হৃদয়ে..।