আজ দৃষ্টি খুলে সৃষ্টি দেখি আপন চোখের ভাষায়
চাঁদটি কেমন করছে খেলা মেঘের আলত ছোঁয়ায়,
শিয়ালছানা একলা বসে কাদছে করুন সুরে
তারাগুলো মিটমিটিয়ে হাসছে যেন দূরে।
নদীর ধারা জাগিয়ে সাড়া ছুটছে যেন কাজে
হুতোম পেঁচা নাক ফুলিয়ে বকছে আজে বাজে,
বাশের শাখায় বাজছে বাশি দখিন হাওয়ার ছলে
সুরেসুরে সুর মিলিয়ে গাইছে ঝিঝির দলে।
গাছগুলো সব ঠায় দাড়িয়ে কাপছে বুঝি ডরে
জোনাক গুলো চেরাগ জ্বেলে খুজছে যেন কারে,
চাদের বুড়ি খায়না বুঝি ভুগছে অনাহারে
ভুতের মাসী দুষ্টু খুবই নাড়ছে কড়া দ্বারে।
মোরগ মামার হাঁকডাকেতে উঠলো সুরুজ পুবে
শিশির ঝরা মিষ্টি জলে নাইছে বুঝি সবে
রংধনুটি সাজছে যেন নতুন শাড়ি পড়ে
সুযযি মামা বেজায় খুশি মেঘটা গেছে সরে।