ওগো স্বপনের হৃদয়ের রানী
ওগো তাজ হারিণী
ঘুমঘোরে এলে স্বপনের মাঝে
তুমি প্রেম মোহিনী।
চকিত চপল ভ্রমর কাজল
দুটি আখি যেন সুপ্ত কমল
পুব আকাশের কালো মেঘ যেন
তোমার খোপার বন্ধনে,
জোছনার আলো লাগে বড় ক্ষীণ
তোমার ও মুখো দর্শনে।
দীঘল চোখের ওই নিটোল চাহুনি
এই প্রেমহিনা বুকে তুলেছে কাপুনি,
কোন সে সুরের নিপুন মোহেতে
মাতাল করেছ মোর হিয়াখানি।
কোন কেয়াবনে হল কানাকানি
দুটি মন মাঝে হোলও জানাজানি।
ভালোবাসো মোরে যেন বুঝি তারে
ওই যুগল ভ্রুর কুঞ্চণে,
বাদল দিনের রিনিঝিনি সুর
যেন তোমার হাতের কঙ্কণে।
জোছনার আলো লাগে বড় ক্ষীণ
তোমার ও মুখ দর্শনে।
ভালবাসি শুধু বলে দিতে চাই
অশ্রু ধারার বর্ষণে।